25 C
Kolkata
Monday, October 3, 2022
বাড়িখেলাক্রিকেটবিরাট কোহলির পর টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন কে হবে

বিরাট কোহলির পর টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন কে হবে

কদিন আগেই বিরাট কোহলি ক্যাপ্টেন্সি পদ ছাড়েন । তারপর তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকেও বোর্ড সরিয়ে দেয় । কিন্তু এখন প্রশ্ন বিরাট কোহলির পর টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন কে হবে? সবার মুখে এখন এই প্রশ্নটাই ঘুরছে । এই ক্যাপ্টেন্সি পদে রোহিত শর্মা এগিয়ে আছে । লোকেশ রাহুলও পিছিয়ে নেই । আরও অনেকেই ক্যাপ্টেন হবার ইচ্ছা সামনে রাখেন ।এই পরিস্থিতিতে দলের প্রাক্তন খেলোয়াড় ও বর্তমান BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী ভারতের টেস্ট অধিনায়ক নিয়ে গুরুত্বপূর্ণ খবর দিলেন ।একটি সাক্ষাৎকারে সৌরভ ব্লেম, “নির্বাচকদের মাথায় নিশ্চই কারও নাম ঘোরাফেরা করছে।”সৌরভ আরও বলেন, “জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু মাপকাঠি নিশ্চই আছে ।

সেই মাপকাঠিতে যাকে যথার্থ মনে হবে, সেই ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হবেন। আমার বিশ্বাস নির্বাচকদের মনে নিশ্চই কারও নাম ঘোরাফেরা করছে । তাঁরা BCCI সভাপতি ও সচিবের সঙ্গে আলোচনা করবেন । যথা সময়েই নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হবে।”সেই সাক্ষাৎকারে BCCI প্রেসিডেন্ট বলেন, আগামী বছরেই মেয়েদের পৃথক ইন্ডিয়ান প্রিমিয়র লিগ চালু হতে পারে ।তিনি আরও বলেনযে, কোরনা আবহে আগের বছর মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করা সম্ভব হয় নি । কিন্তু এবার মেয়েদের টি-২০ চ্যালেঞ্জ শুরু হবে ছেলেদের আইপিএলের প্লে-অফ সপ্তাহে । এমনই বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি ।

বিরাট কোহলির পর টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন কে হবে

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: