সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলেন রাজ্য সরকার (State Government)। ২৫ ডিসেম্বর বড়দিন (christmas) রবিবার পরার কারণে ছুটির দিনটি নষ্ট হতে বসেছিল। সেই কারণে ২৫ ডিসেম্বরের ছুটিটা ২৬ ডিসেম্বর, সোমবার পাবেন তাঁরা। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মীরা বড়দিনে একটানা ৩ দিন ছুটি পাবেন। মঙ্গলবার নবান্নের অর্থ দফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে একথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর রাজ্যের প্রতিটি সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত কর্মীদের ছুটি। ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বিকল্প ছুটির দিন ঘোষণা করায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা।
এই ছুটি ঘোষণা করার ফলে সরকারী কর্মচারীরা টানা তিন দিনের লম্বা ছুটি পেয়ে যাচ্ছেন। যার ফলে তারা ছোটখাট কোনও বেড়াতে যাওয়ার প্ল্যানও করে ফেলতে পারেন। বড়দিনের মরশুমে ২৪ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য স্কুল হয়ে ছুটি পড়ে যায়। যার ফলে বহু মানুষ অনেক জায়গায় ঘুরতে চলে যান। আর এই ছুটি তাদের ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সাহায্য করবে।
বড়দিনে তিন দিনের ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার