দলকে সময় দিতে চাই এবং সংগঠনকে আরো মজবুত করতেই বিধানসভার দুই কমিটি থেকে পদত্যাগ করলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক
বিধানসভার শিল্প বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন পার্থ ভৌমিক । সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এবং এর সাথে সাথে ইস্তফা দিয়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকেও।
পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক ছিলেন না শুধু , বিধায়কের পাশাপাশি দমদম ও ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার ছিলেন সভাপতি । বিধানসভার শিল্পবিষয়ক কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে। পাশাপাশি তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলেন।
পিএসির সদস্যপদ থেকেও পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক ইস্তফা দিয়েছেন।
তিনি ছিলেন বিধানসভার একাধিক কমিটির সদস্যএবং তার পাশাপাশি একাধিক কমিটির চেয়ারম্যান ছিলেন। তার পাশাপাশি দল তাঁকে সংগঠনের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়েছে । ফলত সবদিক সর্বত কাজ পালন করা সম্ভব হয়না। সেই কারণেই পার্থ ভৌমিক এই দু’টি কমিটি থেকে নিজেই পদত্যাগ করেছেন ।পার্থ ভৌমিক এই পদত্যাগ বিষয়ে বলেছেন -প্রচুর দায়িত্ব একসঙ্গে সামলাতে হচ্ছে তাঁকে।
যার ফলে দলকে বেশি সময় দিয়ে সংগঠনকে আরো মজবুত করতে চান এবং এই জন্যই এমন সিদ্ধান্ত নিতে হল ।
এবার পদত্যাগ , নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক