তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ক্রমশ দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই ওমিক্রন।এই প্রথম ভারতে কোনও ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল । জানা গিয়েছে, মৃতের বয়স ৫২ বছর। মহারাষ্ট্রের পিমরি চিনজোআর জেলার বাসিন্দা তিনি। সম্প্রতি নাইজেরিয়ায় গিয়েছিলেন। দেশের ফেরার পড় তাঁর মৃত্যু হয়। প্রথমে মনে করা হয়েছিল যে, হৃদরোগে আক্রান্ত হয়েওই তাঁর মৃত্যু হয়েছিল।
কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, মৃত ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন!চিকিৎসকদের মতে, ওমিক্রনের ক্ষেত্রে গোটা বিশ্বেই খুব সামান্য উপসর্গ দেখা যায়। এমনকি, টিকার দুটি ডোজ নেওয়া থাকলে মৃত্যুর সম্ভবনাও খুবই কম। তবে, আক্রান্ত ব্যক্তির যদি কো-মর্ডিবিটি বা অন্য কোনও গুরুতর অসুখ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওমিক্রন প্রাণঘাতী হতে পারে। মহারাষ্ট্রে যিনি মারা গেছেন, তাঁর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে।এদিকে, ফের কলকাতায় মিলল ২ ওমিক্রন আক্রান্তের হদিশ। এদের মধ্যে একজন ৫ বছরের শিশু রয়েছে। অন্যজনের বয়স ৪৪ বছর। দুজনেই এক বেসরকারি হাসপাতালে ভর্তি ।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্যকে যেদিন চিঠি দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এদের কারোরই কোনও শারীরিক উপসর্গ ছিল না। কিন্তু RTPCR টেস্টে জানা গিয়েছে, করোনাভাইরাসে ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত ওই দু’জন। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছে বলে খবর,সংক্রমণ ছড়াচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে।
এই প্রথম ভারতে ওমিক্রন আক্রান্তের মৃত্যু