ক্ষমতায় আসার পর প্রায় অনেক যোজনাই এনেছে ভারতীয় জনতা পার্টি ।তেমনই আবার একটি যোজনা আনা হলো অসংগঠিত শ্রমিকদের জন্য ৷ যোজনাটির নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা ৷ রিক্সা চালক, নির্মানকর্মীরা, এবং অনেক নিম্নবর্গের অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে ৷এই যোজনায় বলা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের পেনশনের গ্যারেন্টি দেবে সরকার ৷ দাবী করা হচ্ছে প্রতিদিন মাত্র ২ টাকা করে বাঁচিয়ে বছরে ৩৬০০০ টাকার পেনশন পেতে পারেন শ্রমিকরা ৷
এই যোজনায় বলা হয়েছে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ দিনে ২ টাকা করে জমা করতে হবে ৷ কেউ যদি ১৮ বছরের বয়সে এই যোজনা শুরু করে তাহলে তাকে প্রতিদিন মাত্র ২ টাকা করে জমা করতে হবে ৷কেউ যদি ৪০ বছর বয়সে এই যোজনা শুরু করে তাকে প্রতি মাসে ২০০ টাকা করে জমা করতে হবে ৷ তারপর সেই ব্যক্তি ৬০ বছর বয়সে প্রতি মাসে পেয়ে যাবেন ৩০০০ টাকা পেনশন অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা ৷এই যোজনা করতে হলে থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট ও আধার কার্ড ৷ এবং এর বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার রেজিস্ট্রেশন করাতে হলে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ৷ এবং CSC সেন্টারের পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা ৷তারপরেই তারা এই যোজনায় সুবিধা পাবেন ।এই যোজনায় রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড, সেভিংস বা জনধন অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর সমস্ত তথ্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে ৷ এবং অবশ্যই ব্যাঙ্কের সমস্ত তথ্য দিতে হবে যার মাধ্যমে পরিমাসে প্রিমিয়ামের টাকা কেটে নেওয়া হবে ৷
শ্রমিকদের জন্য সুখবর আজই নথিভুক্ত করুন আপনার নাম