তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর ঘাটে। স্থানীয় সুত্রে জানা গেছে শক্তিপুর ঘাট পার হয়ে রামপাড়া ঘাটের দিকে যাচ্ছিল যাত্রীবাহ গাড়িটি। নৌকায় ওঠার সময় গাড়ির চালক ব্রেক কষলেও ব্যর্থ হয়ে সরাসরি ভাগীরথী নদীতে ডুবে যায়। সুত্রে জানা গেছে রোগীর নাম সারথি মন্ডল। বয়স ৬০ বছর। রোগী নিয়ে ছুটছিল রাজীব চৌধুরী গাড়ি নদী পাড়াপাড়ের জন্য ঘাটের দিকে যেতেই আচমকাই ব্রেক ফেল।
অনেক চেষ্টা করেও রোখা গেল না গাড়ি নৌকায় ওঠার সময় রোগী নিয়েই গঙ্গায় তলিয়ে গেল যাত্রীসহ গাড়ি। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে আসে ব্লক প্রশাসনের আধিকারিক শক্তিপুর থানার পুলিশপ্রশাসক। ঘাটে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। উদ্ধার কাজের জন্য দুটি নৌকাও নামানো হয়। নদী থেকে গাড়িটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে জোরকদমে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান হয়েছে। এই ঘটনার পর থেকেই নদী পাড়ে অসংখ্য মানুষ ভিড় জমায়েত করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশপ্রশাসক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর ঘাটে ।
নৌকায় ওঠার সময় গাড়ির চালক ব্রেক কষতে ব্যর্থ হয়