নভেম্বরের শেষে উধাও শীত (Winter)। মাত্র ৩ দিনের ব্যবধানে পাঁচ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বহাল থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশ কিছুটা বাড়বে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৯০ এর ঘরে থাকার সম্ভবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কার থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্লেখ্য, নভেম্বর মাসের শুরুর দিকে শীতের আমেজ বজায় থাকলেও মাসের শেষে উধাও শীত। চলতি সপ্তাহের শেষে ফের কিছুটা শীতের পতনের সম্ভাবনা রয়েছে। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে জাকিয়ে শীত পড়তে চলেছে। ইতিমধ্যে মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে কনকনে ঠান্ডা বাধা প্রাপ্ত হচ্ছে।
রাজ্যে আপাতত শীতের আমেজ উধাও হওয়ায় বিহার ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু জেলা ছাড়া দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে কিছুটা গরম অনুভূত হবে। ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়ার দাপট জোরালো না হওয়ার কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইসঙ্গে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কেরল, তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ সংলগ্ন বিভিন্ন এলাকায় আগামী ৪/৫ দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অংশে বজায় রয়েছে শীতের আমেজ।
৩ দিনের ব্যবধানে ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে পারদ পতনের পূর্বাভাস