25 C
Kolkata
Monday, October 3, 2022
বাড়িবিনোদনআর্থিক সংকটে ভোগা অভিনেতার পাশে দাঁড়ালেন তারকা-বিধায়ক রাজ চক্রবর্তী

আর্থিক সংকটে ভোগা অভিনেতার পাশে দাঁড়ালেন তারকা-বিধায়ক রাজ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন- তারকা বিধায়ক রাজ চক্রবর্তীর একাধিক ভালো কাজ এই মুহূর্তে আমরা দেখেই চলেছি। কখনো তিনি বেহালা বাদক এর পাশে কখনো বা রাস্তায় নেমে মানুষের সেবায়। এবারো তিনি (রাজ চক্রবর্তী) সাহায্যের জন্য এগিয়ে এলেন।

অভিনয়ের নেশায় নামী সংস্থার চাকরি ছেড়েছিলেন দেড় দশক আগে ৷ অভিনয় করেছেন সত্তরেরও বেশি ছবিতে ৷ সমানতালে কাজ করেছেন ধারাবাহিক ও মেগাধারাবাহিকে ৷ টলিউডের বহু দিনের পুরনো মুখ সুব্রত বন্দ্যোপাধ্যায় আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি ৷ তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন ট্যুইটারে শেয়ার করেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ৷ জানতে চেয়েছেন অভিনেতা সুব্রতর সন্ধান ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান তারকা বিধায়ক ৷

পরবর্তীতে রাজ চক্রবর্তী  পৌঁছে দেন সাহায্য

সংবাদমাধ্যমে প্রকাশ, ষাটোর্ধ্ব সুব্রত সস্ত্রীক থাকেন হাওড়ার বালিতে ৷ গত বছর লকডাউনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যে ক’দিন কাজ করেছেন, গুনতে গেলে পেরবে না এক আঙুলের করও ৷ এ বছর এখনও কাজের মুখ দেখেননি ৷ এই পরিস্থিতিতে তীব্র আর্থিক সঙ্কটের মুখে এই প্রৌঢ় অভিনেতা ৷

জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই উজ্জ্বল রাজ চক্রবর্তীর ভাবমূর্তি ৷ এর আগেও সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল তিনি ব্যবহার করেছেন জনকল্যাণমূলক বার্তায় ৷ গিরিশ পার্কে ভবঘুরে বেহালাবাদকের সন্ধান চেয়েছিলেন তিনি ৷ পরবর্তীতে তাঁর কাছে পৌঁছে দেন সাহায্যও। মেয়েকে নিয়ে ওই শিল্পী ও তাঁর স্ত্রী ভিন জেলা থেকে এসেছিলেন কলকাতায় ৷ তার পর আটকে পড়েছেন এই শহরেই ৷ খোলা আকাশের নীচে বেহালা বাজিয়েই চলছিল দিন গুজরান ৷ সামাজিক মাধ্যমে তাঁর সম্বন্ধে জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন ব্যারাকপুরের বিধায়ক ৷

পাশাপাশি করোনা আবহে প্রায় লকডাউন এবং ইয়াস তাণ্ডবেও রাজ তাঁর কেন্দ্রের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ ইদানীং বৃক্ষরোপণ-সহ নানা সামাজিক প্রকল্পেও তাঁর উপস্থিতি উজ্জ্বল ৷ সায়নী ঘোষ সম্প্রতি তাঁকেই নিজের মেন্টর আখ্যা দিয়েছেন ৷

কাজের পাশাপাশি ব্যক্তিগত পরিসর ও পরিবারও জুড়ে থাকে রাজের পোস্ট ৷ দিন কয়েক আগেই তিনি পোস্ট করেছিলেন তাঁর বিয়ের সিঁদুরদানের ভিডিয়ো ৷ স্ত্রী শুভশ্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘তাঁকে আমি অসম্ভব ভালবাসি ৷’’

আর্থিক সংকটে ভোগা অভিনেতার পাশে দাঁড়ালেন তারকা-বিধায়ক রাজ চক্রবর্তী:

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: