25 C
Kolkata
Sunday, December 4, 2022
বাড়িদেশ বিদেশআঠারো টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট তৈরী করতে চলেছেন সোনুসুদ

আঠারো টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট তৈরী করতে চলেছেন সোনুসুদ

নিজস্ব প্রতিনিধি- গোটা করোনা কালে তিনি যে কিভাবে মানুষের পাশে থেকেছেন সে নিয়ে আর বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন অভিনেতা সোনু সুদ। আর এবার দেশে কমপক্ষে ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) স্থাপন করবেন সোনু।বুধবার এ কথা ঘোষণা করলেন সোনু নিজেই। তিনি জানান, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে জোরকদমে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে।

সেপ্টেম্বরের মধ্যেই কাজ সম্পূর্ণ হবে বলে জানান অভিনেতা।সংবাদসংস্থা IANS কে সোনু জানিয়েছেন, “প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট (Oxygen Plant) স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালগুলির নিকটেই অক্সিজেন প্ল্যান্টগুলি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলিকে আর অক্সিজেন সঙ্কটের (Oxygen Shortage) মুখে পড়তে না হয়।”সোনু আরও বলেন, “বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা দিচ্ছে। কিন্তু অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে তা স্থায়ীভাবে সমস্যার সমাধান করবে। এমনকী অতিমারি শেষ হয়ে গেলেও অক্সিজেন প্ল্যান্টের সুবিধা মিলবে।”

আঠারো টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট তৈরী করতে চলেছেন সোনুসুদ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: