নেতাজির (Netaji Subhas Chandra Bose) নাম শোনেনি এমন মানুষ সারা দেশে কেন সারা বিশ্বে মেলা দায় । স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে প্রতিবছর উৎসবের মতো পালন করা হয় । ভারতের স্বাধীনতা যুদ্ধে তার কৃতিত্ব অনস্বীকার্য । অনেক আগেই নেতাজির জন্মদিনটি পরমাক্রম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ নেতাজির জন্মদিনের ঠিক তিন দিন পরেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কিন্তু এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুরু ২৩ জানুয়ারি থেকেই হবে বলে ঘোষণা করে কেন্দ্র সরকার ৷ নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
নেতাজির স্মৃতিবিজরিত স্থানগুলিকে চিহ্নিত করে…
প্রতিবছর ২৪ জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসের সূচনা হয়ে যেত ৷ এবার নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) সম্মান জানিয়ে সেটি আরেক দিন এগিয়ে আনা হলো ৷ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় , ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিনগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার । ফলে নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মদিন থেকেই প্রজাতন্ত্র দিবসের সূচনা করে হবে ।
আরো বলা হয় , কয়েকটি দিন যেমন দেশভাগের ভয়াবহ স্মৃতি দিবস হিসাবে ১৪ আগস্ট দিনটি পালন করা হবে । প্রধানমন্ত্রী (prime minister) মনে করেন, ভারতবাসীর পক্ষে এই দিনটি কোনও ভাবেই ভোলা সম্ভব নয় ৷ এই দিন সাম্প্রদায়িক হিংসার ফলে বহু মানুষের প্রাণ চলে গিয়েছিল ৷ বহু মানুষকে নিজের ভিটেমাটি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে হেঁটে ছিল ।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) জন্মদিন ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস পালন করা হবে ৷ বিরসা মুণ্ডার জন্মদিন ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস পালিত হবে ২০১৫ সাল থেকেই ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার ৷ গুরু গোবিন্দ সিংয়ের চার ছেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ২৬ নভেম্বর বির বাল দিবস হিসেবে পালন করা হবে ।
গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক আজাদ হিন্দ সরকার গঠনের বার্ষিকী উপরলক্ষে কিউরেটেড ট্যুরের পরিকল্পনার কথা জানিয়েছিল ৷ অর্থাৎ নেতাজির (Netaji Subhas Chandra Bose) স্মৃতিবিজরিত স্থানগুলিকে চিহ্নিত করে বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে ৷ অনেক আগে থেকেই এই পরিকল্পনা নেওয়া হয় । ধীরে ধীরে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ।
নেতাজির জন্মদিন থেকেই প্রজাতন্ত্র দিবসের সূচনা