আরও একবার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা ও চিনের সেনাদের মধ্যে সংঘাত বাঁধল। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্র (Union Defence Ministry) সূত্রে জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর শুক্রবার অরুণাচল প্রদেশের তাওয়াং (Tawang) সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দুই দেশের সেনা সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের জেরে দুই দেশের সেনার কর্মীরা জখম হয়েছেন। সংসদে বিবৃতি পেশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়েছেন, “ভারতীয় সামরিক কমান্ডারদের সময়মত হস্তক্ষেপের কারণে পিএলএ সৈন্যরা তাদের অবস্থানে ফিরে যায় গত ৯ ডিসেম্বর।” উল্লেখ্য, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ফের নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের চোখ রাঙানির জেরে প্রতিরক্ষা মন্ত্রক নড়েচড়ে বসেছে।
চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন রাজনাথ সিং
আর এই আবহেই মঙ্গলবার চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন রাজনাথ সিং। তারপরই আজ দুপুর ১২টার সময় তিনি লোকসভায় এই বিষয়ে বিবৃতি পেশ করেন। প্রসঙ্গত, তাওয়াংয়ে ভারত-চিনের সংঘর্ষের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানোর পর থেকেই বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন। এদিন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়েগ টুইট করে তিনি লেখেন, ‘চিনা সেনার সীমা লঙ্ঘন নিয়ে আসল তথ্য প্রকাশ করা উচিত মোদী সরকারের। পাশাপাশি, ২০২০ সালের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্ররেখার কাছে চিন যেসব নির্মাণ কাজ করেছে, সেই বিষয়ে সৎ হওয়া উচিত মোদী সরকারের। এ বিষয়ে সংসদে আলোচনা করে সরকারের উচিত জাতির আস্থা অর্জন করা। আমরা আমাদের সেনাদের মূল্য এবং আত্মত্যাগের জন্য চিরকাল ঋণী থাকব।’
প্রসঙ্গত, আজ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘আমি এই হাউসকে জানাতে চাই যে আমাদের কোনও সৈন্য এই সংঘর্ষে মারা যায়নি এবং কেউ গুরুতর জখম হয়নি। ভারতীয় সামরিক কমান্ডারদের সময়মত হস্তক্ষেপের কারণে পিএলএ সৈন্যরা তাদের জায়গায় ফিরে যায়। ঘটনার পরে এলাকার স্থানীয় কমান্ডার ১১ ডিসেম্বর চিনা প্রতিপক্ষের সঙ্গে একটি পতাকা বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনা করেন। চিনা পক্ষকে এই ধরনের পদক্ষেপ করতে বারণ করা হয়েছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। বিষয়টি চিনের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও তোলা হয়েছে। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বিরুদ্ধে যে কোনও প্রচেষ্টা প্রতিরোধ করতে সর্বদা প্রস্তুত। আমি নিশ্চিত এই হাউস আমাদের বাহিনীর বীরত্ব ও সাহসিকতার জন্য এক কণ্ঠের পক্ষে থাকবে।’
তাওয়াঙে ভারত-চিন সংঘর্ষ প্রসঙ্গে সংসদে বিবৃতি দিলেন রাজনাথ সিং