হোলি উপলক্ষে একদিনের জন্য নাইট কারফিউ প্রত্যাহার।আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ জারি রেখেছে রাজ্য সরকার (Covid 19 Restrictions)৷ আগামী ১৮ মার্চ হোলি, তার আগের দিন ১৭ মার্চ রাত্রিকালীন কারফিউ প্রত্যাহার করার নির্দেশ দিল Nabanna (নবান্ন )। হোলির আগের দিন ‘হোলি কা দহন’ উদযাপনের রীতি রয়েছে৷ সেই কারণেই একদিনের জন্য নাইট কারফিউ শিথিল করা হল বলে জানিয়েছে নবান্ন৷প্রসঙ্গত, ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধ প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, এই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার৷রাজ্যে করোনা সংক্রমণ অনেকটা কমে গিয়েছে৷ প্রায় দু’ বছর পর বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি ৷ রাজ্যের অনেক জায়গাতেই করোনা হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে৷ রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউও চালু রয়েছে 31 মার্চ পর্যন্ত ।হোলির জন্য সেই বিধিনিষেধে ছাড় দিলেন নবান্ন । জরুরি প্রয়োজন ছাড়া এই সময় বাইরে থাকলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ।
হোলি উপলক্ষে নাইট কারফিউ আগামী ৩১ মার্চ পর্যন্ত