রবিবার কলকাতা পুরভোট অনুষ্ঠিত হয়। বলা বাহুল্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে তৃণমূল নিজের গড় রক্ষা করছে । তবে এবার প্রশ্ন উঠছে পরবর্তী মেয়র পদপ্রার্থী কে হবেন । এই তালিকায় ফিরহাদ হাকিমের নাম শীর্ষে থাকলেও এখনো কোনও নাম চূড়ান্ত হয়নি । আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী মেয়র কে হবেন ।
শুক্রবার মেয়র পারিষদ সদস্য হিসেবে তৃণমূল সুপ্রিমো নতুন কোনও মুখ আনবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, পুরবোর্ড গঠন নিয়ে 22 তারিখ সিদ্ধান্ত নেবে দল । বিরোধীদের অনেক পিছনে ফেলে কলকাতা পুরসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। পুরভোটেও মূলত বিধানসভা নির্বাচনেরই প্রতিচ্ছবি দেখা গেছে । এখন তৃণমূলের মেয়র পদপ্রার্থী কে, কারা মেয়র পারিষদ সদস্য তা নিয়ে আলোচনা শীর্ষে ।দলের তরফে খবর , বিগত তিন বছরের কাজের নিরিখেই মেয়র হিসেবে শীর্ষে নাম ফিরহাদ হাকিমেরই ।
আবার ফিরহাদ হাকিমের পাশাপাশি মেয়র পদপ্রার্থী হিসেবে উল্লেখযোগ্য নাম রয়েছে অতীন ঘোষ, দেবাশিস কুমারের ।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “মেয়র কে হবেন সেটা ঠিক করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আগামী ২৩ ডিসেম্বর দলীয় জয়ী কাউন্সিলর এবং নেতৃত্ব বসে পুরসভায় নেতা বাছাই করবেন”।এখন নতুন করে তৃণমূল এক ব্যক্তি এক পদ নীতি চালু করেছে । এই বিধানসভা ভোটের পরে যেই ভাবে একাধিক নতুন মুখকে মন্ত্রী পদ দেয় তৃণমূল এবারও সেই একই প্রতিফলন দেখা যাবে কি না সেটা জানা যাবে শুক্রবারের বৈঠকের পর ।
এবারেও মেয়র ফিরহাদ হাকিম নাকি নতুন মুখ আনবে দল