৮০ এর দশকের আফগানিস্তান ।। ফিরে দেখা সোনার সময় ।।
৮০ এর দশকের আফগানিস্তান । মহিলারা তখন স্কুলে যেত, বিশ্ববিদ্যালয়ে যেত, শিক্ষকতা করত, এমন কি আফগান সেনায় লড়ত।
কোথাও কাবুলের পলিটেকনিক্যাল ইনস্টিটিউতের কম্পিউটার সেন্টারে সোভিয়েত শিক্ষিকা পড়াচ্ছেন আফগান ছাত্রদের, কোথাও আফগান শিক্ষিকারাই ছাত্রীদের ভোকেশানাল ট্রেনিং দিচ্ছেন।
ইসলাম তখন রাষ্ট্রীয় ধর্ম ছিল না। স্বাভাবিক ভাবেই সোভিয়েতদের মদতে সমাজতান্ত্রিক সরকারের আমলে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হত না। রাস্তায় মোরাল পুলিশ ছিল না, সবাই ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক পড়ত।
কিন্তু আমেরিকার রাজনৈতিক ফায়দা বেশি ছিল এক ইসলামিক রাষ্ট্রে, সোভিয়েত মদতে গড়ে ওঠা কমিউনিস্ট সরকারে নয়। বিভিন্ন ভাবে তারা চাপ সৃষ্টি করতে লাগল সোভিয়েত সরকারের ওপর। এমন কি CIA সরাসরি মদত দিতে লাগল মুজাহিদ্দিনদের।
১৯৮৯ এ সোভিয়েতরা পিছিয়ে যেতে লাগল, তবু তারা পরোক্ষ সাপোর্ট দিত মহম্মদ নাজিবুল্লাহর সরকারকে। কিন্তু ১৯৯১ এর ডিসেম্বরে সোভিয়েতের পতনের সাথেই আক্ষরিক ভাবে একা হয়ে গেলেন নাজিবুল্লাহ, এবং এক বছর পরেই সরকারের পতন।
আজ আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য আর কেউ নয়, শুধু আমেরিকা দায়ী। একটা গোটা দেশ ও তাদের জনগণকে তারা সন্ত্রাসবাদী তালিবানদের হাতে তুলে দিল শুধু কমিউনিস্টদের হারাতে।