ক্রিকেটের জগতে একটি চেনা মুখ হলো হরভজন সিং ।দীর্ঘ 23 বছরের ক্রিকেট কর্মজীবনের ইতি টানলেন ভারতীয় দলের অফ স্পিনার হরভজন সিং । শুক্রবার একটি ট্যুইটের মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন হরভজন সিং । তাঁকে শেষবার ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল ২০১৬ সালে । আরেকবার সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ টি-২০তে । এই বছরে আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন। কিন্তু আর বাইশগজে এই কিংবদন্তিকে বোলিং করতে দেখা যাবে না ৷
তবে মনে করা হচ্ছে আগামী আইপিএলে হয়তো কোনও ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা বোলিং কোচ রূপে দেখা যেতে পারে ভারতীয় দলের সেরা স্পিনারকে । হরভজন ট্যুইটারে জানান , ‘সব ভালো জিনিসই একদিন শেষ হয় । আজ আমি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি । যা আমায় জীবনে সব কিছু দিয়েছে। এই দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট সফরকে যাঁরা সুন্দর ও স্মরণীয় করে তুলেছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ টুইটারের পাশাপাশি ইউটিউবেও একটি ভিডিও পোস্ট করেন তিনি । সেই ভিডিওতে তিনি বলেন , “ভারতের জার্সি পরে খেলতে নামাই ছিল সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় । জীবনে এগোতে হয় । গত কয়েক বছর ধরেই আমি একটা ঘোষণা করতে চাইছিলাম । ভাবছিলাম, কবে আপনাদের সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নেব।
আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ।”তিনি বলেন, “হয়তো অনেকদিন আগেই অবসর নিয়েছিলাম । কিন্তু সরকারি ভাবে ঘোষণা করতে পারিনি । অনেকদিন ধরেই সক্রিয় ক্রিকেট খেলিনি । তবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আমার দায়বদ্ধতার কারণে আগে এটা ঘোষণা করতে পারিনি । কিন্তু মরসুমের মাঝপথেই আমি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।” তিনি আক্ষেপ করে বলেন “বাকিদের মতো আমিও ভারতের জার্সিতেই অবসর নিতে চেয়েছিলাম । কিন্তু সবার ভাগ্য সমান হয় না । কিন্তু যে দলের হয়েই আজ পর্যন্ত খেলেছি, তাদের হয়ে সব সময় ১০০ শতাংশ দিয়েছি ।
ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন হরভজন
”আজ থেকে প্রায় ২৩ বছর আগে ,১৯৯৮ সালে বাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে প্রথম তার যাত্রা শুরু হয় ৷ ঠিক তার পরের মাসেই শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে one day ক্রিকেটে অভিষেক করেন তিনি ৷ এই দু’ধরনের ফর্ম্যাটেই তিনি ভারতীয় দলের একটি অংশ হয়ে যান ৷ ভারতীয় দলের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন হরভজন । টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন তিনি । শুধু বোলিং এ নয় ব্যাট হাতেও তিনি বেশ দক্ষ । টেস্টে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি-সহ ২২২৪ রান করেন।
তিনি একদিনের ক্রিকেটেও করেছেন ১২৩৭ রান ।উজ্জ্বল কর্মজীবনে বিতর্ক হলো অবিচ্ছেদ্য অংশ । ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সিরিজে অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে হরভজনের ঝামেলার কথা কে না শোনেনি । ক্রিকেট জগতে সেই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত । এরপর ২০০৮ সালে আইপিএল-এর একটি ম্যাচে এস শ্রীসন্থকে চড় মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । সব মিলিয়ে হরভজনের কর্মজীবন ছিল রোমাঞ্চকর ৷ সেই কর্মজীবন থেকে অবসর নিলেন ভারতীয় দলের সেরা অফ স্পিনার ।
অবসর নিলেন ভারতীয় দলের সেরা অফ স্পিনার হরভজন