স্বাধীনতা ! তোমার আমার !!
নিজস্ব প্রতিবেদন- স্বাধীনতা ! 15 ই আগস্ট স্বাধীনতা দিবস ! প্রতি বছরের মতো আজও জাতীয় পতাকা উত্তোলন হবে l অফিসে ,আদালতে , স্কুলে এমন কি পাড়ায় পাড়ায় , সকালে জাতীয় সংগীত বাজবে , শহীদ দের স্মরণ হবে পরে দিন বাড়ার সাথে সাথে এই দিনটির চেহারা টাও বদলে যাবে শুরু হবে উৎসব , পার্টি টাইম , বাজবে ডিজে , চলবে উল্লাস কারণ আজ স্বাধীনতা দিবস l
এর মাঝে কিন্তু অনেকের মনে ওই উন্নীত জাতীয় পতাকার দিকে তাকিয়ে অনেক প্রশ্ন জাগবে ! কী জাগবেনা ? যার বাবা কৃষক ছিল , ফসলের দাম পেলোনা ঋণের দায়ে আত্মহত্যা করলো সেই ছেলেটা প্রশ্ন করবে স্বাধীনতা তুমি কি আমার জন্য নও , অষ্টাদশী যুবতী মেয়েটা প্রশ্ন করবে কোথায় স্বাধীনতা!
আমি তো বাসে, ট্রামে ,ট্রেনে ,রাস্তায় এমনকি ঘরেও নিজেকে স্বাধীন অনুভব করিনা ! বেকার ছেলেটা প্রশ্ন করবে , সারাদিন পর যখন দুপুরে বা রাতে মা তার সামনে খাবারের থালাটা বাড়িয়ে দেয় তখন আমি মায়ের চোখের দিকে তাকাতে পারিনা এই বুঝি মা প্রশ্ন করে বাবা কোনো কাজের জোগাড় হলো ? আমিতো তখন নিজেকে স্বাধীন অনুভব করিনা ! সেই দুঃখিনী মা প্রশ্ন করবেনা! যার ছেলেটাকে পিটিয়ে মারলো সমাজের মুরুব্বিরা কারণ সে দলিত,তার চোখ তুলে তাকাবার অধিকার নেই ,প্রশ্ন করার অধিকার নেই ! প্রশ্ন করবেনা কেউ কিসের স্বাধীনতা যেখানে আমি কি খাবো তা ঠিক করবে অন্য কেউ l
ভিন্ন ধর্মের ভিন্ন জাতের দুটি যুবক যুবতী ভালোবাসতে পারবে না এ কোন স্বাধীনতা প্রশ্ন করবে না ওই যুবক যুবতী গুলো ! প্রশ্ন করবেনা উত্তর প্রদেশের তেষট্টিটি মা শুধু অক্সিজেনের অভাবে মরতে হলো তাদের ফুটফুটে সন্তানদের ! প্রশ্ন করবেনা ওই পথের শিশু গুলি স্বাধীনতা মানে কি , আমরাতো জানি না! আমরাতো জানি আমাদের পেট সবসময়ই জ্বালা করে কখনো তো জ্বালা কমে না !!! প্রশ্ন এমন অনেক, অনেক ,অনেক l তাহলে ! এতো প্রশ্নের মাঝে স্বাধীনতা তুমি কাদের ? ওদের প্রশ্ন ভরা চোখে স্বাধীনতা তুমি যে খুব ই ঝাপসা।