রাজ্যে ক্রমাগত বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের দুই তৃতীয়াংশই গ্রামীণ এলাকায় মানুষ। ২০২১ সালে অগাস্ট মাসের মাঝামাঝি রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১০১ জন। কিন্তু এই বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫৪ জন। ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্টে বলা হয়েছে গোটা রাজ্যে প্রায় পাঁচশোর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যে ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড নবান্নের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সরকারি তথ্য অনুসারে গত ১১ ই অগাস্ট থেকে ১৭ ই অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জন। গত বছর হাওড়ায় মাত্র ১৯ জন ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এই বছর সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬২০ জন। বিগত বছর গুলির তুলনায় এই বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। যা নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব।