25 C
Kolkata
Sunday, September 25, 2022
বাড়িবিনোদনভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি- ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। তারপরেও করোনা আক্রান্ত বাচিক শিল্পী জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু। আপাতত ঊর্মিমালা হোম আইসোলেসনে থাকলেও জগন্নাথ বসু ভর্তি এম আর বাঙুর হাসপাতালে।পরিবারসূত্রে খবর, জগন্নাথ বসুর মধুমেহ রোগ আছে। নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নেন তিনি। তাই জ্বর সামান্য বাড়তেই তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন চিকিৎসক। সেই মত শুক্রবার স্ত্রী ঊর্মিমালা ও পুত্র ঋজু তাঁকে এম আর বাঙুরে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা এবং বুকের স্ক্যান করোনা হয়েছে তাঁর। জগন্নাথের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল।

অন্যদিকে, হোম আইসোলেশনে আছেন ঊর্মিমালা, পুত্র ঋজু ও পরিবারের আরেক সদস্য। তিনবার পরীক্ষা করোনা হয়। প্রথম দুবার নেগেটিভ আসে রিপোর্ট। তারপরেও উপসর্গ থাকায় তৃতীয়বার পরীক্ষা করার পর কোভিড পজিটিভ হন ঊর্মিমালা বসু।উত্তর কলকাতার যৌথ পরিবারে থাকা এই বসু পরিবারের বাকি সদস্যরাও উপসর্গহীন হতে পারেন,তাই নিভৃতবাসে রয়েছে গোটা পরিবারই।

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: