ডিসেম্বরের মাঝে এসে রাজ্য জুড়ে শীতের (Winter) হিমেল পরশ চলছে। পৌষের আগমন ঘোটতেই রাজ্যবাসী শীতের পরশ অনুভব করছেন। শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। শনিবারের পর রবিবারও শহর কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শনিবার কলকাতায় (Kolkata) তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। রবিবার গতকালের তুলনায় কিছুটা তাপমাত্রা বেড়েছে। আজ রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, রবিবার সারাদিন কলকাতার আকাশ মেঘমুক্ত থাকবে। আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে। বিনা বাধায় রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার কারণে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শীতের ঝড়ো ব্যাটিং চলবে। আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে ডিসেম্বর মাসের শুরুর দিকে উত্তুরে হাওয়া বাধা পেয়েছিল। যার জেরে রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে বেশ খানিকটা দেরি হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে এসে বাংলার মানুষ জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করছেন। শহর থেকে জেলা সব জায়গাতেই শীতের চেনা ছবি ধরা পড়েছে। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। তারপর ধীরে ধীরে সামান্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও বেশি মাত্রায় কুয়াশা পড়বে।
শহর থেকে জেলা সব জায়গাতেই শীতের ঝড়ো ব্যাটিং, শীতে জুবুথুব রাজ্যবাসী