ভোট পরবর্তী হিংসা ,কয়লা পাচার কিংবা গরুপাচার বারংবার CBI এর মুখোমুখি তৃণমূল নেতারা । এইভাবে CBI এর তলবে রীতিমতো বিরক্ত শাসকদল। এবার গরু পাচার কাণ্ডে ঘাটালের তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকে তলব করলো CBI ৷ ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে ।সিবিআই সূত্রে বলা হচ্ছে , গরু পাচার কাণ্ডের তদন্তে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে এবং তার জন্যই তাঁকে ডাকা হয়েছে ।
CBI অধিকারীকরা মনে করছেন গরু পাচারকাণ্ডের তদন্তে যখন দেবের নাম এসেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করাই বাঞ্চনীয়৷CBI এর পক্ষ থেকে দেবকে একটি নোটিশ পাঠানো হয়েছে ৷ এই বিষয়ে দেবের বা অন্য তৃণমূল নেতাদের কোনো মন্তব্য মেলেনি।CBI এর তরফে বলা হয় , ইতিমধ্যেই CBI গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুলকে গ্রেফতার করে। তাকেই তদন্ত করায় ঘাটালের সাংসদের নাম উঠে আসে ৷ যার ফলে এই তলব দেবকে ।
এর মধ্যে CBI গরু পাচার কাণ্ডে অনেকজনকেই জেরা করেছে ৷গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক এখন জামিনে ছাড়া পেয়েছে।তৃণমূলের অভিযোগ , বারংবার নানান অভিযোগের ছুতোয় তাদের নেতাদের তলব করে হেনস্থা করা হচ্ছে । যার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন তারা ।
এবার গরু পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ দেবকে তলব CBI এর