নেতাজির মূর্তিতে মালা পরানোর জন্য ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ড রণক্ষেত্র..
প্রায়শই ভাটপাড়ায় (Bhatpara) কোনোনা কোনো বিষয় নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ চলতে থাকে । আজ ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সকাল থেকেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া এলাকা । সেই অনুষ্ঠানে বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে জানা যাচ্ছে । পরিস্থিতি খারাপের দিকে গেলে সিআইএসএফ শূন্যে সাত রাউন্ড গুলি চালায় । ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । সকালের এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া এলাকা । এরপরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যাতে আর কোনো বিক্ষোভ সৃষ্টি না হয় ।
সূত্রের দ্বারা খবর , দুইদলের মধ্যে বাকবিতন্ডার জেরে ঝামেলা শুরু হয় । ঘটনাক্ষেত্রে দুটি গাড়ি ভাঙচুর করা হয় । ঝামেলার কথা শুনে সেখানে বিজেপির ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং (Arjun Singh) যাবার পর তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । তার দেহরক্ষীরা তাকে বাঁচাতে শুন্যে সাত রাউন্ড গুলি চালায় । নেতাজির মূর্তিতে মালা পরানোর জন্য ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ড রণক্ষেত্র হয়ে ওঠে । জানাজাচ্ছে , ঘটনাস্থলে অর্জুন সিংয়ের সঙ্গে ভাটপাড়া পুরসভার প্রশাসক গোপাল রাউতের ধাক্কাধাক্কি লেগে যায় । তারপরেই পরিস্থিতি সামলে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে তাদের সরিয়ে দেওয়া হয় ।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে
সূত্রের দ্বারা খবর , আজ সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি । সেখানে নেতাজির পতিকৃতে মাল্য দান করতে যান বিজেপি সাংসদ অর্জুন সিং ও তার ছেলে পবন সিং । সেখানে তাদের কিছু তৃণমূল কংগ্রেস কর্মী তা বাধা দেন বলে অভিযোগ আসছে । তারপরেই শুরু হয় বোমাবাজি । অর্জুন সিংকে ঘিরে ইট বৃষ্টি করে তারা । ফলে তার দেহরক্ষীরা শুন্যে গুলি চালায় ।
এই ঘটনায় তৃণমূলের ভাটপাড়া (Bhatpara) পুরসভার প্রশাসক গোপাল রাউত অভিযোগ করে বলেন, ‘”এখানে মালা দিতে এসেছিলাম। তখন বিজেপির কর্মীরা অসভ্যতা করতে শুরু করে দেয় । তারপর অর্জুন সিং ও তাঁর ছেলে জোর জবরদস্তি করে এখানে এসে মালা দিতে যায় । তার প্রতিবাদও করা হয় । তখন বিজেপির কর্মীরা চড়াও হয় । তা থেকেই এই সংঘর্ষ বাধে। অর্জুন সিংয়ের দেহরক্ষী সিআইএসএফ তখন আমাকে লক্ষ্য করে গুলি চালায় ।” ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আবার কোনো বিক্ষোভ না হয় ।
আবারও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া এলাকা, চলল গুলি