গত কয়েক মাসের মহা নাটকের অবসান।তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।বাবুল সুপ্রিয়র হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন, স্বয়ং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।গত ৩১ জুলাই বাবুল সুপ্রিয় ফেসবুকে লিখেছিলেন, চললাম আলবিদা’। অবশ্য বাবুল এও বলেছিলেন রাজনীতি না করলেও সমাজ সেবায় দেখা যাবে তাঁকে। আজকের ঘটনায় এটুকু পরিষ্কার বাবুল চাইলেও রাজনীতি ছাড়তে চাইছে না তাঁকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়