আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে।এবার বঙ্গে শীত অনেক দেরিতে আসে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে থাকে ।এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাত হয় । ফলে তাপমাত্রা আরো নেমে আসে ।হাওয়া অফিস অনুযায়ী দক্ষিণবঙ্গ ও কলকাতার তাপমাত্রা আরো নামতে পারে ।কাল বৃষ্টিপাতের পর অনেক জেলাতেই তাপমাত্রা আরো কমবে বলে মনে করা হচ্ছে ।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর নতুন বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে শীতের দাপট ক্ষণিক বাধা পেয়েছে । যার ফলে এই মুহূর্তে স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে ছিল । তবে এখন সেটি কমে স্বাভাবিকের কাছাকাছি । কোথাও কোথাও সেই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে ।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, রাজ্যের সবজায়গায় নতুন বছরে জাঁকিয়ে শীত পড়বে । আগামী চার পাঁচদিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই হাওয়া অফিস জানাচ্ছে ।
কাল বৃষ্টির ফলে আজকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, কাল যেটি ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস । আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। হাওয়া মহল সূত্রে খবর , আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা আরও নামতে পারে । নতুন বছরের শুরুতে বঙ্গের মানুষ জাঁকিয়ে শীতের অনুভব করবে ।
নতুন বছরের শুরুতে বঙ্গের মানুষ জাঁকিয়ে শীতের অনুভব করবে