অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি দিল্লি এইমস (Delhi AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি প্রাইভেট ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
৬৩ বছর বয়সি মন্ত্রীর ঠিক কি হয়েছে এখনো পর্যন্ত সেই কথা জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর, নির্মলা সীতারমনের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। খুব শীঘ্র হাসপাতালের তরফে নির্মলার শারীরিক অবস্থা সম্পর্কে বুলেটিন প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশ করার কথা রয়েছে। তার ঠিক তার আগেই মন্ত্রীর এই অসুস্থতা। ইতিমধ্যেই একাধিক প্রাক-বাজেট বৈঠক করেছেন তিনি। সম্প্রতি নির্মলা সীতারমন জানিয়েছিলেন, যাতে দেশে কোনও ভাবেই আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি না ঘটে, সেই জন্য কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির উপর কড়া নজর রাখছে।
অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ভর্তি হাসপাতালে