কিছু দিন আগেই নিজের খামার বাড়িতে আসেন বলিউড অভিনেতা সলমন খান। সেখানেই ঘটে দুর্ঘটনা । সাপে কামরায় অভনেতাকে। তবে জানা গেছে যে সাপটি তাকে কামড়ায় তা বিষধর নয় । তবে সঙ্গে সঙ্গেই সলমনকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।পানভেলে নিজের খামারবাড়িতে দুর্ঘটনার মুখে পড়তে হল সলমন খানকে ।সাপটি বিষধর না হওয়াতে বিপদের কোনো আশঙ্কা নেই । কিন্তু সাপে কামড়ানোর কথা জানার পরই সলমনকে নবি মুম্বইয়ের কামোটে এলাকার এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় ।
আজই সকালেই সলমন পানভেলের খামারবাড়িতে ফিরে এসেছেন ।যথাযথ চিকিৎসার পর আজ সকাল নটা নাগাদ ফার্মহাউসে ফেরেন তিনি । বর্তমানে তিনি বিপদমুক্ত ও দ্রুত সেরে উঠেছেন । বর্তমানে তার স্বাস্থ্য স্বাভাবিক বলে জানা যাচ্ছে ।এই ঘটনা সামনে আসার পর তাঁর অনুরাগী অভিনেতার জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন । তাদের জন্য ভালো খবর তিনি এখন সম্পূর্ণ সুস্থ ।প্রঙ্গত আগামীকাল অর্থাৎ ২৭ ডিসেম্বর বলিউডের দাবাং খানের ৫৬ তম জন্মদিন । জন্মদিনের আগে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ।
এখন প্রশ্ন এই অবস্থায় তিনি জন্মদিন পালন করবেন নাকি বাড়িতেই বিশ্রাম নেবেন তা বলা যাচ্ছে না । সূত্র মারফত খবর , বড়দিন পালন করতেই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে খামার বাড়িতে আসেন সলমন । খামারবাড়িটি তা জঙ্গল ও পাহাড় বেষ্টিত। সলমন নিজেই বজরঙ্গি ভাইজান-এর সিকোয়েল তৈরির কথা জানিয়েছিলেন কিছু দিন আগেই ।খামার বাড়িতে তিনি যখন বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখনই সাপে কামরায় তাকে । হঠাৎ তিনি হাতে জ্বালা অনুভব করেন । ক্রমাগত হাতে ঝাঁকুনি দিতে থাকেন তিনি। তারপরেই সবাই সেখানে সাপ দেখতে পান । এরফলে সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । সঙ্গে সঙ্গে সলমনকে হাসপাতালে ভর্তি করা হয় ।
নিজের খামারবাড়িতে দুর্ঘটনার মুখে অভিনেতা সলমন খান