নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল– বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচ জুন পর্যন্ত স্থগিত করে দিয়েছে এএফসি। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। এই মাসের শেষে দুবাই তে খেলা হবে। গত চারদিন ধরে সেখানেই রয়েছে ভারতীয় দল।
জাতীয় শিবির চলেছে কোচ ইগর স্টিম্যাচের তত্ত্বাবধানে। কোরোনা আক্রান্ত হওয়ায় এই দুই ম্যাচেই নেই সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের অভাব অনুভব করছেন কোচ স্টিমাচ। তিনি বলেন,’ সুনীল আমাদের দলের অন্যতম ভরসা।ওর বড় গুণ ফিটনেস ধরে রাখা। ৩৬ বছর বয়সে আন্তর্জাতিক স্তরে নিয়মিত খেলা সহজ নয়। শিবিরে বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছে। হয়তো এদের অনেকের কাছে সুনীল আদর্শ। কিন্তু কি আর করা যাবে?’