সোস্যাল মিডিয়ায় আবেকঘন পোষ্ট বাবা রাজ চক্রবর্তীর:
‘বাবা’ বলে ডাকতে শিখেছে ছোট্ট ইউভান। সোস্যাল মিডিয়ায় আবেকঘন পোষ্ট বাবা রাজ চক্রবর্তীর
নিজস্ব প্রতিনিধি- ইতিমধ্যেই তিনি সোস্যাল মাডিয়ায় বেশ জনপ্রিয়। দেখতে দেখতে ৯ মাসের হয়ে গেল রাজপুত্রের । আধো আধো বুলি ফুটেছে তাঁর মুখে । আর তা দেখেই আনন্দে আত্মহারা বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । ছেলে ইউভান (Yuvaan Chakraborty) এখন তাঁকে ‘বাবা’ বলে ডাকতেও শিখে গেল । আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী ।
২০২০-র ১১ সেপ্টেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান ইউভান । জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে খুদে তারকা । হাসপাতালে তার প্রথম ছবি, তার হাসি, কান্না, খেলা, হামাগুড়ি, প্রথমবার দাঁড়ানো, একটু একটু করে বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে হামলে পড়ে দেখেছেন নেটিজেনরা ।
সম্প্রতি রাজ নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন । তাতে দেখা যাচ্ছে, ইউভান বাবার কাঁধে চড়ে বসেছে । ছোট ছোট হাত-পা নিয়ে দারুণ দস্যিপনা করছে সে । কখনও বাবার চোখে, মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে, কখনও আবার পা দাপাচ্ছে । আর সমানে বলে চলেছে ‘বাবা–বা–বা-বা’ । রাজ লিখেছেন, ”আমার ছেলে আমাকে “বাবা” বলতে শিখেছে এবং যখনই আমি ওকে এটা বলতে শুনছি, আমি অভিভূত হচ্ছি। এটি বিশ্বের সেরা অনুভূতি।”