নিজস্ব সংবাদদাতা,অর্পিতা মন্ডল- অতিমারী পরিস্থিতিতে দিশেহারা রাজ্যবাসী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই রেমডিসিভির যেন হাতের চাঁদ। আর তারই সুযোগ নিচ্ছেন কালোবাজারিরা। কোথাও নকল ওষুধ বিক্রি হচ্ছে,তো কোথাও চড়া দাম হাঁকাচ্ছেন ওরা।
লালবাজারের গুণ্ডাদমন শাখা এবার ক্রেতা সেজে রেমডিসিভিরের কালোবাজারি হাতেনাতে ধরল। ডায়মণ্ডহারবার থেকে বুধবার মোট তিনজনকে গ্রেফতার করে গুণ্ডাদমন শাখার এই বাহিনী। অভিযোগ তারা ২৭০০ টাকার রেমডিসিভির ২৫ হাজার টাকা বিক্রি করছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে মোট ১৩২ কার্টুন রেমডিসিভির ছিল। ধৃতদের নাম রাজকুমার রায়চৌধুরী, দেবব্রত সাহু,ইন্দ্রজিৎ সাহু।
লালবাজার গুণ্ডাদমন শাখা প্রথমে এই তিন অভিযুক্তকে রেমডিসিভির কিনতে তাঁদের নির্দিষ্ট স্থানে দেখা করতে বলে। ক্রেতা সেজে গুণ্ডাদমন শাখার আধিকারিকরা চলেও যান সেখানে। দেখা যায়, অন্তত ২৫ গুণ দামে বিক্রি করা হচ্ছে এই ওষুধ,যা লক্ষ মানুষের প্রাণের একমাত্র সম্বল। অবিলম্বে এই তিনমূর্তিকে গ্রেফতার করে পুলিশ।