25 C
Kolkata
Sunday, September 25, 2022
বাড়িরাজ্যকলকাতারাজনীতি আপাতত স্থগিত। পর্দায় ফিরছেন দেবশ্রী রায়।

রাজনীতি আপাতত স্থগিত। পর্দায় ফিরছেন দেবশ্রী রায়।

নিজস্ব সংবাদদাতা,অর্পিতা মন্ডল- দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরতে চলেছেন দেবশ্রী রায়। নেপথ্যে প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। তবে বড়পর্দায় নয়, টেলিভিশনের পর্দায়। ব্লুজ এন্টারটেইনমেন্টের ভিন্ন স্বাদের ধারাবাহিকে প্রত্যাবর্তন করছেন তিনি।

এবারের বিধানসভা ভোটের মুখেই ঘাসফুল শিবির ছেড়েছিলেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। নির্বাচন শেষে তিনি বলছেন, “রাজনীতির জন্য দশটা বছর নষ্ট করে ফেলেছি।” তাই এবার আবার সেই পুরনো পেশাতেই ফিরতে মরিয়া অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়। ফিরছেন ক্যামেরার সামনে।

মুখ্য ভূমিকায় থাকছেন দেবশ্রী রায়-ই। কাহিনিকার তথা প্রযোজক-পরিচালক স্নেহাশীসের মুখে চিত্রনাট্য শুনেই ভাল লেগে গিয়েছিল, তাই আর অমত করেননি। ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। তবে গল্পটা কীরম হবে, সেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক।

শোনা যাচ্ছে, কাহিনীর প্লট সত্তরের দশকের ফেলে আসা এক সাধারণ মেয়ের সহজ সরল জীবনের গল্প। একসময় টলিউডের সেরা অভিনেত্রী, একচেটিয়া রাজত্ব করে যাওয়া দেবশ্রী সেই চরিত্রকেই ফুটিয়ে তুলবেন অভিনয় দক্ষতায়। যে যুগের মোবাইল, ল্যাপটপ কিংবা গেমের নেশার কোনও বালাই ছিল না। বরং ছেলেমেয়েরা অনায়াসে মা-বাবার সঙ্গে একটেবিলে বসে নৈশভোজ সারত সেই সময়কেই তুলে ধরেছেন পরিচালক।

সেকালের সেই মেয়েরা এই আধুনিক যুগে কেমন আছেন? সেই প্রশ্নের সন্ধানেই দেবশ্রীকে নিয়ে স্নেহাশীষের এই সিরিয়াল। দুই প্রজন্মের সেতুবন্ধনের কথাও বলবে এই নয়া ধারাবাহিক। সব ঠিক থাকলে মে মাসের শেষের দিকেই শ্যুটিং শুরু হচ্ছে। জুন মাস থেকে সম্ভবত সম্প্রচারণ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: