নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- বহিরাগত বনাম বহারি লড়াইয়ে নয়া মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদী অমিত শাহদের বাংলায় ২ মিনিট ভাষণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এ দিন উন্নয়ন নিয়ে বিজেপি নেতাদের বিতর্কে আহ্বানও করেছেন।
এ দিন ঝাড়গ্রামের নয়াগ্রামের সভায় অভিষেক বলেন,”নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়রা সভা করতে আসছেন। চ্যালেঞ্জ করছি ২ মিনিট বাংলায় কথা বলে দেখান। আমি ১ ঘণ্টা হিন্দিতে কথা বলব। আপনি বললে অসম যাব, হরিয়ানা যাব, দিল্লি যাব, মধ্যপ্রদেশ যাব। যে প্রান্তে দাঁড় করিয়ে হিন্দি বলাবেন,আমি কাগজ ছাড়া বলব। আপনারা অভিজ্ঞ নেতা বাংলায় ২ মিনিট বলতে পারবেন না! কোনও কাগজ ছাড়া ২ মিনিট বলতে হবে।”
তিনি আরও বলেন, “সোনার বাংলা বলতে পারছে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে গিয়ে পিণ্ডি চটকে দিয়েছে। কবিগুরু আমাদের মাঝে থাকলে লজ্জায় মাথা লুকানোর জায়গা পেত না! বহিরাগত প্রসঙ্গ টেনে অভিষেক মন্তব্য করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। বহিরাগতদের বিতাড়নের লড়াই।”