নিজস্ব:- প্রতিবেদন”অর্পিতা মন্ডল”মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মিল পেলেন নিন্দুকেরা।
দু-জন আপাতত প্রবল প্রতিপক্ষ, কিন্তু মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে দু-জনেই যেন কোথাও একই পদ্ধতি প্রয়োগ করলেন। গত বুধবার একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ৪৮ ঘণ্টা পর একই কায়দায় হলদিয়ায় মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম বাজারের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে তারপর হলদিয়ায় রোড শো করে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন তিনি। তফাত বলতে মমতার রোড শো-তে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনিই। আর শুভেন্দুর রোড শো-তে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান এবং বাবুল সুপ্রিয়।
অনেকেই বলছেন দল বদল হলেও কাজের অভিজ্ঞতা একই সাথে হওয়ায় কর্ম পদ্ধতিতে তার প্রকাশ পাচ্ছে।