25 C
Kolkata
Thursday, December 1, 2022
বাড়িরাজ্যকলকাতামনোনয়ন জমা দিলেন সুজন সহ পাঁচ বাম প্রার্থী

মনোনয়ন জমা দিলেন সুজন সহ পাঁচ বাম প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- শনিবার আলিপুরের প্রশাশনিক দপ্তরে দক্ষিণ কলকাতা ও শহরতলির পাঁচ বামপ্রার্থী মনোনয়ন জমা করলেন। শহরের বুকে এদিনই প্রথম জোট প্রার্থীদের মনোনয়ন পর্ব ছিল।

সুজনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন টালিগঞ্জের দেবদূত ঘোষ। বেহালা পশ্চিমের নীহার ভক্ত, বেহালা পূর্বের শমিতা হরচৌধুরী ও কসবার শতরূপ ঘোষ। লাল তেরঙ্গা ফ্ল্যাগ, ফেস্টুন, বেলুন, প্ল্যাকার্ড ছাড়াও একাধিক সুসজ্জিত ট্যাবলো ছিল কয়েক হাজার সমর্থকের বাড়তি অনুষঙ্গ। সঙ্গে সাউন্ড বক্সে বেজে চলছিল ‘টুম্পা সোনা পার্ট-২” ও “লুঙ্গি ডান্স” এর মতো সুপারহিট প্রচার প্যারোডি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: