25 C
Kolkata
Thursday, December 1, 2022
বাড়িদেশ বিদেশ"বলিউডের হিট এন্ড ফিট স্টার এবার করোনায় আক্রান্ত"

“বলিউডের হিট এন্ড ফিট স্টার এবার করোনায় আক্রান্ত”

নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- আবারো একবার কোরনার থাবা বলিউডে। এবার করোনা কাবু করল বলিউডের ফিট অভিনেতা অক্ষয় কুমারকে। রবিবার সকালে নিজেই এই খবর জানিয়েছেন।

টুইটে তিনি লেখেন, “আজ সকালে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনেই আছি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শের অধীনে রয়েছি।” এছাড়াও তিনি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। অভিনেতা বলেন, “আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব।”

রাম সেতু ছবির শুটিং করতে গিয়েই কি কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেতা। তা নিয়েই প্রশ্ন উঠেছে। তবে সেখানে কোভিড বিধি মেনেই কাজ চলছিল বলে জানা গিয়েছে। গত ৩০শে মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। আর এই সময় যে হারে সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই ভয়াবহ। এইমুহূর্তে বলিউডের আপাতত দৃষ্টিতে সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তাঁকেও কাবু করল করোনা।

যে ছবির শুটিং চলছিল, তাতে অভিনয়ে করছিলেন, জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। আলিয়া ভাট, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: