25 C
Kolkata
Monday, October 3, 2022
বাড়িবিনোদনবড় পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি

বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি

নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- নব্বই দশকের হাড় হিম করা নায়িকাদের তালিকায় শিল্পা শেট্টির নাম আগে চোখে পড়ে। সেই সময় এমন কোনো অভিনেতা ছিলেন না যার সাথে শিল্পা শেট্টি অভিনয় করেন নি। একের পর এক হিট সিনেমা দিতে দিতে জনপ্রিয়তায় শিখরে পৌঁছে যান তিনি। তারই মধ্যে সেরার সেরা হয়ে আজও দর্শকের মনে বাসা বেঁধে আছে ‘ধড়কন’ সিনেমা টি। এরপর কেটে যায় বেশ কিছু বছর।

প্রায় তেরো বছর পর ফের বড় পর্দায় কামব্যাক করছেন তিনি। তাও আবার একসঙ্গে জোড়া ছবি নিয়ে। পরেশ রাওয়াল এর সাথে “হাঙ্গামা-২” ও অভিমুন্য দাসানির সঙ্গে “নিকম্মা” ছবি নিয়ে ফিরছেন তিনি। দুটি ছবিতেই শ্যুটিং করা শেষ হয়ে গিয়েছে।

এই মুহূর্তে অভিনেত্রী ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। সেই ছবিতে কিং খান তাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করেছিলেন,সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন তিনি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: