25 C
Kolkata
Sunday, February 5, 2023
বাড়িদেশ বিদেশ"প্রবল মাত্রার ভূমিকম্প অসমে

“প্রবল মাত্রার ভূমিকম্প অসমে

নিজস্ব সংবাদদাতা,অর্পিতা মন্ডল- গতকাল অসম, উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ প্রবল কম্পনে কেঁপে উঠল ৷ বুধবার সকালে এই কম্পন অনুভূত হয় তেজপুরে৷ National Centre of Seismology জানিয়েছেন রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৪৷

প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১ এ৷ ভূমিকম্পের উপকেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিমে৷ এরপর দুটি আফটার শক অনুভূত হয়৷ একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট পরেই আসে৷

রিখটার স্কেলে এগুলির মান ৪.৩ ও ৪.৪৷ উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের খবর সামনে আসতে শুরু করে৷ লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানান৷ যাঁরা ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা জানিয়েছেন প্রায় ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হচ্ছিল৷

The US Geological Survey জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার ৷ যার ফলে সমস্ত বিল্ডিং পুরো কাঁপতে থাকে৷

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: