নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- গত শনিবার বিকেলে সোনারপুর এলাকার কালিকাপুর ২ পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপুর মোড়ে বিক্ষোভে নামেন এলাকার সকল মহিলারা। এর জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়।
পানীয় জলের অভাবেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের। মহিলাদের বক্তব্য, ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও, ভোট যাওয়ার পরেও এর কোনো সমাধান হয়না।
সারা বছরই পানীয় জলের অভাবে কষ্ট পেতে হয়। গরমের সময় এই সমস্যা আরও বৃহৎ আকার নেয়। এমনকি রাস্তাঘাট ও দুর্দশাগ্রস্থ অবস্থা। বারবার স্থানীর পঞ্চায়েতে জানালেও লাভ হয়নি কোনো।
তাই তারা ভোট বয়কটের কথা ভাবছেন। পরে অবশ্য সোনারপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।