নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল– দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা হদিশ মিলল ৩৫,৮৭১টি করোনা কেসের ৷ গতকালই কেন্দ্র জানিয়েছিল যে, দেশের ১৬টি রাজ্যের মোট ৭০টি জেলায় গত ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে ১৫০ শতাংশ অ্যাক্টিভ কেস বেড়েছে৷ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ভার্চুয়াল বৈঠক করেন মোদি৷ ছিলেন না শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন,যে করেই হোক করোনার এই দ্বিতীয় আক্রমণ থামাতেই হবে৷ মোদি বলেন, “আমরা যদি মহামারিকে এখনই থামাতে না পারি, তাহলে দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ অবিলম্বে আমাদের করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ আমাদের বড় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে৷”