নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- আজ মনোনয়ন জমা দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র। এদিন বারুইপুর আদালতের সামনে থেকে সবুজ সাথী সাইকেলে চেপে বারুইপুর মহকুমা শাসকের অফিস পর্যন্ত আসেন লাভলি মৈত্র। প্রায় হাফ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে মহকুমাশাসকের দফতর পর্যন্ত আসেন তিনি।
মনোনয়ন জমা দেওয়া ঘিরে এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। কর্মী সমর্থকদের সাথে পা মিলিয়ে নাচতেও দেখা গেল প্রার্থী লাভলি মৈত্রকে ‘খেলা হবে’ স্লোগানের সঙ্গে। উপস্থিত ছিলেন সোনারপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্বও।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “খেলা হবে। দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে আজ আমি অভিভূত। আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। এত মানুষের সমর্থন পাচ্ছি, নিজের জয়ের ব্যাপারে আমি নিশ্চিত।”