নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- শুক্রবার সকালে কাঁকিনাড়ার গঙ্গার ঘাটে এমনি এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিন সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। মৃতের নাম বৈভব সাউ(১৬)।
শুক্রবার সকাল ১০টা নাগাদ বৈভব তার পরিবারের সঙ্গে কাঁকিনাড়া গঙ্গার ঘাটে যায় তার দাদুর ঘাট কাজ উপলক্ষ্যে। কাকার সাথে গঙ্গায় স্নান করতে নামে সে। ঐ সময় ভাটা থাকায় স্নান করতে করতে সে বেশ কিছুটা গভীরে চলে যায়। ক্রমশ তলিয়ে যেতে থাকে সে।
তার কাকা বৈভব কে বাঁচানোর চেষ্টা করলেও ব্যার্থ হন তিনি। ভাইপোকে উদ্ধার করতে গিয়ে তিনিও তলিয়ে যেতে থাকেন। কিন্তু তার পরিবারের বাকি সদস্যদের তৎপরতায় কোনো রকম তিনি উদ্ধার হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি বৈভবের।
স্থানীয় বাসিন্দা ও মাঝিদের জানানো হলে তারা দ্রুত কাজে লেগে পড়েন। সাঁতারে পারদর্শী এমন কয়েকজন স্থানীয় বাসিন্দা ও মাঝিরা খোঁজ চালালেও লাভ হয়নি কোনো। পরে পুলিশ এসে গঙ্গায় তল্লাশি করলেও সন্ধ্যা পর্যন্তও কোনো খবর মেলেনি।