নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও তাঁর স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন গৌরব।
করোনার দ্বিতীয় ঢেউয়ে তাঁদের পরিবার বিধ্বস্ত। লম্বা একটি পোস্ট করে সেই দুঃখের কথা জানিয়েছেন এই অভিনেতা। গত মাসে করোনা কেড়ে নিয়েছে ঋদ্ধিমার মাকে। পাঁচ দিনের যুদ্ধের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
গৌরবের কথায়, “আমি একজন মাকে হারিয়েছি এবং ঋদ্ধিমা তাঁর জীবন হারিয়েছে।” অন্যদিকে, গৌরবের দিদিমা শনিবার মারা গিয়েছেন। তিনি দিল্লিতে থাকতেন। তবে করোনা আক্রান্ত ঋদ্ধিমার বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এই বেদনার দিনে গৌরব লিখছেন, “আপনারা অনেকেই এই সময় দুঃখের মধ্যে কাটাচ্ছেন। কিন্তু বলতে চাই, আপনারা একা নন। আলাদা নৌকার যাত্রী হলেও আমরা সকলেই এই ঝড়ের সম্মুখীন হয়েছি।”
ফলত সকলেই বুঝতে পারছে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে তারা। এবং সকলকে সুস্থ থাকার পরামর্শও দিয়েছেন তিনি।