নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- ভোট প্রচারে ব্যস্ত এখন সব দল। প্রত্যকে নিজের মতোন করে সভা সাজাচ্ছেন। কতারই মাঝে এমন-ই মন্তব্য করলেন সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
মীনাক্ষী লড়তে চলেছে দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে নন্দীগ্রামে। হ্যাঁ সেই নন্দীগ্রাম যেখানে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির তরফে শুভেন্দু অধিকারী। কাজেই বোঝাই যাচ্ছে যে মীনাক্ষীর পথ খুব একটা মসৃন হবে না। কিন্তু নিজের জয় নিয়ে সে নিশ্চিত।
মীনাক্ষীর কথায়,” আমার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়। আমার লড়াই তাদের নীতির বিরুদ্ধে। আমার কাছে একজন তৃণমূল অপরজন প্রাক্তন তৃণমূল। গোটা রাজ্যে এই নীতির বিরুদ্ধে লড়াই করছে সংযুক্ত মোর্চা। কোনো দুর্নীতি চলবে না। এটাই আমাদের পলিসি।”