ইউরো কাপে যাত্রা শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স:
ইউরো কাপ : ফ্রান্স বনাম জার্মানি
নিজস্ব প্রতিবেদন- প্রত্যাশা মতই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে এবারের ইউরো কাপে যাত্রা শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেবার গ্রিজম্যানের জোড়া গোলে বিদায় ঘণ্টা বেজেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির ৷
এবার একেবারে গ্রুপ স্টেজেই বদলা নেওয়ার সুযোগ ছিল মুলার, ক্রুজদের সামনে৷ কিন্তু সুযোগ থাকলেও বদলা নিতে পারল না জোয়াকিম লোর ছেলেরা ৷ অনবদ্য ফ্রান্সের সামনে এদিন কার্যত ফিকে দেখাল জার্মানিকে৷
ম্যাচের ২০ মিনিটে পোগবা বাঁ-প্রান্তে বল বাড়িয়েছিল লুকাস হার্নান্দেজকে। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জার্মানির পেনাল্টি বক্সের মধ্যে সেন্টার করে এমবাপের উদ্দেশে। বল ক্লিয়ার করতে গিয়ে শেষপর্যন্ত নিজের গোলেই ঢুকিয়ে দেন আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ম্যাটস হুমেলস।
ম্যাচে আগাগোড়া বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও গোলের সুযোগগুলিকে কাজে লাগাতে পারেনি ৷ রক্ষণকে জমাট রেখেই দলের আক্রমণ ভাগ সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ দেশঁ ৷ শেষপর্যন্ত সেই চালেই মাত করলেন বিশ্বচ্যাম্পিয়নরা ।