নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল- দক্ষিণ আসানসোলে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষ কে। নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারের নেমে পড়েছেন তিনি। আসানসোলের মানুষের প্রতি যে তিনি অত্যন্ত যত্নশীল বার বার সেটাই প্রকাশ পাচ্ছে তার কাজে।আসানসোলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারের কাজ করছেন সায়নী। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তার প্রতিটি কর্মসূচি তিনি আপডেট করে চলেছে।
নিজের কাজের প্রতি সায়নী বিশ্বাসী। রোজই মিছিল বা সভা করছেন আসানসোলে।
বারংবার ট্রোলের স্বীকার হওয়া সত্ত্বেও জনপ্রিয়তায় শিখরে এখনও তিনি। তার অভিনয় দিয়ে দর্শককে যতটা মুগ্ধ করেছেন , এখন দেখাই যাক প্রার্থী সায়নী ঘোস কতটা মন জয় করতে পারেন আসানসোলের মানুষের।