নিজস্ব সংবাদদাতা,অর্পিতা মন্ডল- মা-মেয়ে জুটি মানেই সুপার হিট। আর সেই হিট জুটি আর কেউ না,”কঙ্কনা ও অপর্ণা”। আবার নতুন ছবির শ্যুটিং শেষ করলেন অপর্ণা সেন। ‘দ্য রেপিস্ট’ নামের এই ছবিতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল ও তন্ময় ধনানিয়া। মার্চ মাসে দিল্লিতে শুরু হয়েছিল এই ছবির শ্যুটিং।
নাম থেকেই পরিষ্কার ধর্ষণের মতো একটা ঘৃণ্য ঘটনা এই ছবির ব্যাকড্রপ। ভয়ঙ্কর এক রাতে কীভাবে একজনের জীবনে অন্ধকার ঘনিয়ে আসে এবং সেই অপরাধের কুশীলবদের পারিপার্শ্বিক অবস্থা কীরকম হয় সেটাই এই ছবিতে উঠে আসবে।
একজন ধর্ষক তৈরি হয়ে ওঠার পিছনে আমাদের সমাজও কি দায়ী, সেই প্রশ্নও তুলবে এই ছবি। এই ছবিটিকে আবার মা-মেয়ের রি-ইউনিয়ন বলা যায়। অপর্ণার পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘ফিফটিন পার্ক এভিনিউ’ ও ‘গয়নার বাক্স’ ছবিগুলিতে কাজ করেছেন কঙ্কনা।
ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘তিতলি’ ছবিতে মা-মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অপর্ণা-কঙ্কনাকে। এবার তাঁদের জুটি নতুন কী চমক দেখায় তা জানতে হলে আরও অপেক্ষা করতে হবে।