25 C
Kolkata
Sunday, September 25, 2022
বাড়িবিনোদনআত্মহত্যা করলেন দঙ্গল সিনেমা খ্যাত গীতা ববিতার বোন রীতিকা ফোগত

আত্মহত্যা করলেন দঙ্গল সিনেমা খ্যাত গীতা ববিতার বোন রীতিকা ফোগত

নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল– শোকের ছায়া নেমে এসেছে ক্রিড়া মহলে। মাত্র ১৭ বছর বয়সে আত্মহত্যা করল কুস্তিগীর রিতীকা ফোগত। এই বয়সেই রীতিকা কুস্তির জগতে প্রচুর সুনাম অর্জন করেছিল। রীতিকা ফোগত, ‘দঙ্গল’ খ্যাত গীতা ও ববিতা ফোগতের তুতো বোন ।

গত ১৪ই মার্চ ভরতপুরে অনুষ্ঠিত হয়েছিল রাজ্য স্তরের একটি কুস্তি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার ফাইনালে হেরে যায় রীতিকা। আর তাতেই ভেঙে পড়েছিল। এরপরেই গতকাল, বুধবার গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে তার আত্মঘাতী হওয়ার খবর আসে ।

মহাবীর সিং ফোগতের অ্যাকাডেমির সদস্য ছিল রীতিকা। মহাবীর সিং ফোগত দ্রোণাচার্য সম্মানে ভূষিত একজন কুস্তিবীদ। তার কাছেই প্রশীক্ষণ নিত রীতিকা। মাত্র ১ পয়েন্টের জন্য হেরে গিয়েছিল সে। কিন্তু তাতে যে এমন সিদ্ধান্ত নেবে তা ভাবতে পারেনি কেউই।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: