নিজস্ব সংবাদদাতা, অর্পিতা মন্ডল– ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলা যে বিজেপির প্রধান লক্ষ্য তা আর বলার অপেক্ষা রাখেনা। পশ্চিমবঙ্গকে পদ্মে ছাওয়া রাজ্য তৈরী করতে তৎপর গেরুয়া শিবির। আর সেই কারণেই রাজ্যে কখনো আসছেন যোগী আদিত্যনাথ, কখনও রাজনাথ সিং আবার কখনও বা অমিত শাহ থেকে শুরু করে খোদ মোদী।
আজ তাই ফের রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা সফর নিয়ে প্রধানমন্ত্রী বরাবরই উৎসাহী। গতকাল রাতে টুইটারে তিনি লেখেন, “১৮ মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। রাজ্য জুড়ে পরিবর্তনের আশা জেগেছে। বিজেপির সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে সুরেলা আওয়াজ তুলেছে।”
পুরুলিয়া জেলার হুটমুড়ার ফুটবল মাঠে নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। ভাঙড়ায় নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। নমোর এই সভার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় মাহাতো ও ঝাড়খণ্ডের কোডার্মা লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ রবীন্দ্রকুমার রায়।