25 C
Kolkata
Thursday, December 1, 2022
বাড়িরাজ্যকলকাতাআগামী ১৬ই জুন থেকে খুলতে পারে শপিংমল

আগামী ১৬ই জুন থেকে খুলতে পারে শপিংমল

আগামী ১৬ই জুন থেকে খুলতে পারে শপিংমল

 

নিজস্ব সংবাদদাতা- আগামী ১৬ই জুন থেকে রাজ্যে খুলতে পারে শপিং মল ৷ এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা হবে শপিংমল গুলি। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগে দেখে নিতে হবে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে কিনা, তবেই মল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন কর্তৃপক্ষ ৷

এদিন ২৯ টি বণিক সংগঠন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ, শপিং মল খোলার পরও যাতে ভিড় বেশি না হয় খেয়াল রাখতে হবে সে দিকেও৷ যেহেতু আগামী ১৬ জুন জামাইষষ্ঠী ৷ তবে শপিং মলের বাইরে যে জামাকাপড়ের দোকান আছে, সেগুলি এখনই খোলা হবে না ৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

শপিং মলের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হোটেল রেস্তরাঁর খোলার বিষয়েও ৷ বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত হোটেল খোলা রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি ৷ জানান, উপযুক্ত স্যানিটাইজেশন করে এবার খোলা হবে হোটেলগুলি । তিনি গুরুত্ব দিয়েছেন হোটেল ও রেস্তরাঁর কর্মীদের টিকাকরণের উপরেও ৷ জানান, সব হোটেল কর্মীদের টিকা দিতে হবে ৷ এ বিষয়ে তিনি সাহায্য চান বণিকসভাগুলিরও ৷

হোটেল ও রেস্তরাঁকর্মীদের সঙ্গে গমকল ও চালকলের কর্মী, রেশনদোকানের কর্মীদের টিকাকরণের উপরও জোর দেন মু্খ্যমন্ত্রী ৷ অর্থাৎ কোভিড ছড়ানোর প্রশ্নে যে ক্ষেত্র গুলি সুপারস্প্রেডার, সেখানকার কর্মীদের টিকাকরণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি৷

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

%d bloggers like this: